মুম্বই, ২৮ জুন: মা হচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। রণবীর-ঘরণী খুশির খবর দিতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় বলিউড (Bollywood) জুড়ে। রণবীর-আলিয়ার সুখবর নিয়ে এবার মুখ খুললেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। টেলিভিশনের 'ড্রামা কুইনকে' এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিয়ের আগে কিংবা পরপরই অনেক কিছুই হয় কিন্তু সেসব ঠিক নয়। উপরওয়ালার ইচ্ছার বিরুদ্ধে বলে মন্তব্য করেন রাখি।
সম্প্রতি আদিল দুরানির সঙ্গে সম্পর্কে জড়ান রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে বের হতে দেখা যায় রাখিকে। হাসপাতাল থেকে বের হচ্ছেন বলে তিনি অন্য কোনও খবর দেবেন। এমন ভাবার কিছু নেই বলে মন্তব্য করেন রাখি।
আরও পড়ুন: Udaipur Killing: 'উদয়পুরের দর্জি প্রাণ ভয়ে ছিলেন, খুনের মাত্র ৩ দিন আগে দোকান খোলেন'
View this post on Instagram
পাশাপাশি তিনি আরও বলেন, কোনও খুশির খবর এলে, তিনি দ্রুত তা প্রকাশ করবেন। যেদিন খুশির খবর শুনবেন, পরদিনই তা প্রকাশ্যে আনবেন বলেও মন্তব্য করেন অভিনেত্রী।