PM Narendra Modi, Pathaan Poster (Photo Credits: Twitter)

নয়া দিল্লি, ১৮ জানুয়ারিঃ সামনেই মুক্তি ‘পাঠান’এর (Pathaan)। ছবি মুক্তির আগে পাঠান নিয়ে ‘অযথা’ কুমন্তব্য না করার জন্যে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার আয়োজিত জাতীয় নির্বাহী সভার শেষ দিনে বিজেপি কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, পাঠান নিয়ে ‘অযথা’ কোনরকম মন্তব্য তিনি চান না।

আরও পড়ুনঃ  বেশরম রং-এ শাহরুখের পরনের শার্ট পেতে পারেন আপনিও, কোথায় পাবেন? কত দাম? জানুন

ছবির গান ‘বেশরম রং’ (Besharam Rang) মুক্তির পর থেকে বিতর্কের ঝড় উঠেছিল বিজেপি কর্মীদের মধ্যে। পাঠান বয়কটের দাবি উঠেছিল গো বলয় রাজ্য গুলিতে। গানে দীপিকার (Deepika Padukone) গেরুয়া বিকিনি নিয়ে শুরু হয় বিতর্ক। গেরুয়া বিকিনি ভারতের সনাতনী সংস্কৃতির অপভ্রংশ ডেকে আনছে, অভিযোগ তোলেন বিজেপির একাধিক শীর্ষ নেতারা। সোশ্যাল মিডিয়া জুড়ে পাঠান বয়কটে সরব হয় গেরুয়া শিবিরের কর্মীরা। তবে দিন যত গড়িয়েছে বিতর্কের আঁচ তত থিতু হতে থেকেছে।

তবে পাঠান (Pathaan) নিয়ে যতই বয়কটের রব উঠুক না কেন, শাহরুখ (Shah Rukh Khan) অনুগামীদের কাছে ধোপে টেঁকেনি কোন কিছুই। তাঁরা কেবলই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনেছে। তবে অপেক্ষা আর মাত্র কটা দিনের। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি পাঠান।

মুক্তির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ছবি। তাই এমন সময়ে পাঠান (Pathaan) নিয়ে শুধু শুধু ‘অপ্রাসঙ্গিক’ ‘অযৌক্তিক’ মন্তব্য চাইছেন না প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তাই গেরুয়া শিবিরের উদ্দেশে তিনি আর্জি জানিয়েছেন, তাঁরা যেন পাঠান নিয়ে ‘অযথা’ কোনরকম মন্তব্য না করেন।