Pakistani Channel Displays Actor Aamir Khan's Picture: খুনে অভিযুক্ত আমির খান, বলিউড তারকার ছবি চালাল পাকিস্তানের নিউজ চ্যানেল
(Photo Credits: Twitter, Instagram)

খুনের মামলার অভিযুক্ত ধরা পড়েছে, নাম তার আমির খান (Actor Aamir Khan)। আর সেই খবর চালাতে গিয়ে ভারতের অভিনেতা আমির খানের ছবি ব্যবহার করেল খবরের চ্যানেল। না আমাদের দেশের কোনও খবরের চ্যানেল নয়। এই ভুলটা করেছে পাকিস্তানের একটি খবরের চ্যানেল (Pakistani News Channel)। চ্যানেল কর্তৃপক্ষের চোখে যখন সেই ভুল ধরা পড়ে, ততক্ষণে সোশাল মিডিয়ায় তা ট্রোল হয়ে গেছে তারা। আসলে বিভ্রান্তি হয় নামেই। খুনে যে অভিযুক্ত তাঁর নামও আমির খান ( MQM leader Amir Khan)। এই ব্যক্তি মুত্তাহিদ কোয়ামি মুভমেন্টের নেতা।

খুনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায়, ওই পাকিস্তানি নেতাকে নিয়ে খবর করছিল চ্যানেলটি। কিন্তু, গ্র্যাফিক্স প্লেটটি যিনি বানিয়েছেন, তিনি হয়তো বলিউড অভিনেতাকে চিনতেন না। তাই গুগলে ছবি সার্চ করে, অভিনেতা আমির খানের ছবি লাগিয়ে দেন। নেটপাড়ায় ট্রোল হওয়ার আগে, সেই ভুল চ্যানেলের কারও চোখেও পড়েনি। চ্যানেলের সেই ছবির স্ক্রিনশট নিয়ে টুইটারে তা শেয়ার করেন সাংবাদিক নায়লা ইনায়ত। খবরের বিষয় ছিল, ১৭ বছর পর খুনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন মুত্তাহিদ কোয়ামি মুভমেন্টের নেতা আমির খান। টুইটে নায়লা ইনায়ত লেখেন, জানতাম না যে ১৭ বছর ধরে পাকিস্তানে ছিলেন ভারতের অভিনেতা আমির খান। খবরের সঙ্গে অভিনেতা আমিরের ছবি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন ওই সাংবাদিক। এদিকে ছবি ভাইরাল হতেই নেটিজেনরা খিল্লি করতে শুরু করে। বাদ যাননি অভিনেতা আমির খানও। আরও পড়ুন: Celebrities In Lockdown: লকডাউনে কী করছেন সেলেবরা? দেখুন...

চ্যানেলটি তাদের ভুল বুঝে, পরে সেই ছবি পালটে নেয়। কিন্তু, তাতে ভাইরাল হওয়া আটকায়নি। আমিরকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে, 'ঠগ্স অফ হিন্দোস্তান' ছবিতে। ২০১৮ সালের নভেম্বরে ছবিটি ভারতে রিলিজ করেছিল। তার পর এই দেড় বছরে তিনি বড়পর্দায় আসেননি।