Mahira Khan: দ্বিতীয়বার বিয়ের আসরে শাহরুখের নায়িকা, কার গলায় মালা দিলেন মাহিরা খান
Pakistani actress Mahira Khan got married for the second time (Photo Credits: X)

শাহরুখ খানের (Shah Rukh Khan) হাত ধরে বলিউডে নিজের অভিষেক করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। সেই ছবি বক্স অফিসে না টিকলেও নায়িকা টিকে গিয়েছেন ভারতীয় দর্শকদের মনে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 'রইজ' (Raees) ছবির 'জালিমা' (Zaalima)। ১ অক্টোবর ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মাহিরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পার্ল কন্টিনেন্টাল হোটেল ভুরবানে পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাহিরা এবং স্বামী সেলিমের বিবাহের নানা ছবি, ভিডিয়ো ধরা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দ্বিতীয়বার বিয়ের আসরে মাহিরা খান... 

এর আগে ২০০৭ সালে আলি আসকারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী (Mahira Khan)। কিন্তু ২০১৫ সালে আলাদা হয়ে যান তাঁরা। ভাঙে স্বামী-স্ত্রীর সম্পর্ক। মাহিরা এবং আলির একটি ১৩ বছরের সন্তান রয়েছে। নায়িকার দ্বিতীয় বিবাহের সংবাদে খুশির ঢল নেমেছে অনুরাগী মহলে।