গতকাল কাতারের লুসাইল স্টেডিয়াম মেসি ম্যাজিকের পাশাপাশি মঞ্চে আগুন ধরালেন নোরা ফতেহি (Nora Fatehi)। অভিনেত্রীর নাচে-গানে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান একেবারে জমজমাট ছিল (FIFA World Cup 2022 Closing Ceremony)। নোরার কণ্ঠে থিম গান ‘লাইট দ্য স্কাই’ (Light The Sky) যেন অন্য মাত্রা পেল। বিশ্বকাপের মঞ্চে গর্বিত ভারত, কাতারে ট্রফি উন্মোচন করলেন দীপিকা
কালো ঝালর দেওয়া পোশাক। কালো স্টকিংসে বিশ্বকাপ (FIFA World Cup 2022) সমাপ্তি অনুষ্ঠানে একেবারে মোহময়ী ছিলেন নোরা। এদিন নোরার সঙ্গী ছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানাল। চার তারকা মিলে সফল করে তুলেছেন এদিনের অনুষ্ঠান। বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল পাচ্ছে ৪৩৯ কোটি টাকা, রানার্স আপ ফ্রান্স পাবে ৩১৩ কোটি টাকা
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে (FIFA World Cup 2022 Closing Ceremony) বলি অভিনেত্রীর পারফর্মেন্সের ভিডিয়ো কাল রাত থেকেই ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে। নোরার কণ্ঠে ‘লাইট দ্য স্কাই’ এর হিন্দি সংস্করণ যেন আরও বেশি করে মন ছুঁয়েছে দর্শকদের। বিশ্বকাপ মিটলেও সেই রেশ যেন এখনও কাটছে না বিশ্ববাসীর।
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নোরার পারফর্মেন্সঃ
View this post on Instagram
দিন কয়েক আগেই ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করে বিশ্ববাসীর মন মাতিয়েছিলন বলি অভিনেত্রী (Nora Fatehi)। ফ্যান ফেস্টিভ্যালের পর এবার ফিফার সমাপ্তি অনুষ্ঠানে নোরার ম্যাজিক। পরপর দুবার বিশ্বের এতো বড় মঞ্চে গিয়ে পারফর্ম করা মোটেই সহজ কথা নয়। কিন্তু তা করে দেখালেন নোরা।