![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/06/Monali-married-380x214.jpg)
মুম্বই, ১১ জুন: নিজের বিয়ের খবর তিনবছর চেপে রেখে সবাইকে চমকে দিলেন সংগীত শিল্পী মোনালি ঠাকুর (Monali Thakur)। জানালেন চুপিচুপি বিয়ে করে ফেলেছেন সুইৎজারল্যান্ডবাসী ব্যবসায়ী মাইক রিচটেরকে (Maik Richte)। হোটেলের ব্যবসা আছে তাঁর। জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালি জানান, তাঁর বিয়ের খবরটা শুনে ইন্ডাস্ট্রির বন্ধুরা তো চমকে যাবেনই। কারণ কাউকেই নিমন্ত্রণ করা হয়নি।
তিনি বলেন, "আমার বিয়ের খবর শুনলে সহকর্মীরা বিস্মিত হতেন। তাই এতদিন কাউকে কিছু বলিনি। কিন্তু মনে হল এবার বলার সময় এসেছে। জীবনের এমন একটা সিদ্ধান্ত বন্ধুদের না জানিয়েই নিয়েছি। ওরা খুব কষ্ট পাবে।" তিনি আরও বলেন, বারবার ভেবেছেন একটা অনুষ্ঠান করবেন। কিন্তু হবে, হবে করে হয়নি। এভাবেই কেটে গেছে তিন-তিনটে বছর। যখন বিয়ের অনুষ্ঠান করব, তখন সব্বাইকে নিমন্ত্রণ করব। তাহলে কারও আর দুঃখ থাকবে না। আরও পড়ুন: Tollywood: খুলল জট, মিলল সমাধানসূত্র; আগামিকাল থেকে শুরু সিরিয়াল-সিনেমার শুটিং
কীভাবে দেখা হল স্বামীর সঙ্গে? মোনালি জানান, "তখন সুইৎজারল্যান্ড বেড়াতে গেছিলাম। রিচারের সঙ্গে দেখা তখনই। পরিবারের সঙ্গেও পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব। দুই পরিবারের মধ্যে যাতায়াত বাড়ে। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ে। ২০১৬ সালে ও আমাকে প্রপোজ করে। যেখানে তাঁদের আমাদের প্রথম দেখা হয়েছিল, সেখানেই একটা গাছেন নীচে আমাকে বিয়ের প্রস্তাব দেয় মাইক। আমি তখনই হ্যাঁ বলেছিলাম। সেটা ছিল ২৪ ডিসেম্বর, ২০১৬। আর ২০১৭ সালে আমরা বিয়ে করি।"