Mahabharat's Bheem, Actor Praveen Kumar Sobti Dies: প্রয়াত মহাভারতে'র ভীম প্রবীণ কুমার সবতি
Praveen Kumar Sobti (Photo Credits: DD News)

প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা প্রবীণ কুমার সবতি (Praveen Kumar Sobti Dies)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৮৮ সালে বিআর চোপড়ার জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিক "মহাভারত"-এ ভীম চরিত্রে অভিনয় দিয়ে তাঁর রুপোলী পর্দায় আগমন। তার আগে বিএসএফ জওয়ান হিসেবে নিজের কর্মজীবন সামলেছেন পাঞ্জাবের ভূমিপুত্র।  কর্মজীবনের প্রথম ধাপে দৌড়বিদ হিসেবে বিভিন্ন খেলায় নিজের যোগ্যতা প্রমাণ করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন প্রবীণ কুমার। মাত্র ২০ বছর বয়সে সবে সবে তৈরি হওয়া বিএসএফে যোগ দেন তিনি। ডিসকাস প্রতিযোগিতায় একের পর এক পদক জিতে দেশকে গর্বিত করেছেন। এশিয়ান গেমসেই জিতেছেন চারটি পদক। যার মধ্যে দুটি আবার স্বর্ণ পদক। কমনওয়েল্থ গেমসে জিতেছেন রৌপ্য পদক। দু'বার ওলিম্পিকেও অংশ নিয়েছেন। আরও পড়ুন- Coronavirus Cases In India: হাজারের ঊর্ধ্বে দৈনিক মৃত্যু, দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ

এহেন সফল অ্য়াথলেট বলিউডে পদার্পণ করলে যে তাঁর মুকুটে আরও পালক জুড়বে এ আর বলার অপেক্ষা রাখে না।  অভিনেতা হিসেব অন্তত ৫০টি ছবিতে তিনি অভনয় করেছেন। ভীম চরিত্রের পাশাপাশি বহু হিন্দি ছবিতে তাঁকে ভিলেনের চিত্রে অভিনয় করতে দেখা গেছে। অভিতাভ বচ্চনের সঙ্গে "শাহেনশা"-তে প্রবীণ কুমরের অভিনয় দর্শক বহুকাল মনে রাখবে। "চাচা চৌধুরী" ধারাবাহিকে অভিনয় করেও নজর কেড়ে নেন প্রবীণ কুমার। আঞ্চলিক ভাষাতেও কাজ করেছেন।

আচমকাই একদিন অভিনয় জীবন ছেড়ে চলে এলেন রাজীতির ময়দানে। ২০১৩-তে আম আদমি পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার আর জয় এল না। দিল্লি ছেড়ে ফিরে গেলেন হরিয়ানায়।  ২০১৪-তে সেখানেই তিনি বিজেপিতে যোগ দেন।