Republic Day Songs (Photo Credits: LatestLy)

২৬ জানুয়ারি প্রতিবছর দেশজুড়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস (Republic Day)। চলতি বছরে ৭৪’তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। প্রজাতন্ত্র দিবস মানে কেবল পাড়ার ক্লাবে ক্লাবে কিংবা স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের দিন নয়। দেশের স্বাধীনতার জন্যে যেসকল স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছেন তাঁদের স্মরণ করার দিন। পরাধীন ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করতে দেশের জন্যে জীবন বিসর্জন দিয়েছিলেন যে সকল স্বাধীনতা সংগ্রামী তাঁদের স্মরণে এই দিন (Republic Day 2023 Songs)।

আরও পড়ুনঃ আরএসএস-র পোশাকে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, শহিদ মিনারে মোহন ভগবাতের নেতাজি স্মরণে শহরে বিরল ছবি

আসন্ন ৭৪’তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধক এই গানগুলো অবশ্যই বেজে উঠুক আপনার প্লে লিস্টে (Republic Day 2023 Songs)।

১) মা তুঝে সেলাম (Maa Tujhe Salam)

কিংবদন্তি সঙ্গীত শিল্পী এ আর রহমানের (A R Rahman) ‘বন্দেমাতরম’ অ্যালবামের গান ‘মা তুঝে সেলাম’ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অন্যতম উপযুক্ত গান।

২) অ্যায় বতন (Ae Watan)

আলিয়া ভাট (Alia Bhatt), ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত রাজি (Raazi) ছবির গান ‘অ্যায় বতন’। গানের কথা লিখেছেন কিংবদন্তি সুরকার গুলজার (Gulazar)।

৩) মেরে দেশ কি ধরতি (Mere Desh Ki Dharti)

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধক গান নিয়ে কথা হচ্ছে আর ১৯৬৭ সালের ‘উপকার’ ছবির গান ‘মেরে দেশ কি ধরতি’র কথা ভুলে গেলে চলে।

৪) অ্যায় মেরে বতন কে লোগো (Aye Mere Watan Ke Logo)

সি রামাচন্দ্রের সুর করা গান ‘অ্যায় মেরে বতন কে লোগো’। কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) গলায় এই গান শুনলে যেন আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে।

৫) কদম কদম (Kadam Kadam)

দেশের স্বাধীনতায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। তা আর নতুন করে বলার প্রয়োজন রাখে না। ২০০৫ সালের ছবি ‘নেতাজি সুভাষ চন্দ্র বসুঃ দ্য ফরগটন হিরো’ ছবির গান কদম কদম বড়ায়ে জা বেজে উঠুক আপনার প্রজাতন্ত্র দিবসের প্লে লিস্টে।