Alia Bhatt, Ranbir Kapoor, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ জানুয়ারি: বক্স অফিসে এবার ফের ধামাকা হতে চলেছে সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali ) হাত ধরে। রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt) এবং ভিকি কৌশলকে (Vicky Kaushal) নিয়ে এবার বনশালি নামছেন 'লভ অ্যান্ড ওয়ার' নিয়ে। ২০২৫ সালের খ্রিস্টমাসে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির লভ অ্যান্ড ওয়ার। এই প্রথম রণবীর কাপুর এবং আলিয়া ভাট একসঙ্গে সঞ্জয় লীলা বনশালির ছবিতে অভিনয় করবেন। এর আগে 'সাওয়ারিয়ায়' বনশালি রণবীরকে দিয়ে পর্দায় জাদু দেখান। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে' বনশালির হাত ধরেন আলিয়া ভাট। এবার বলিউডের এই তারকা দম্পতিকে একসঙ্গে  নিজের ছবিতে কাস্ট করাচ্ছেন বনশালি। অন্যদিকে ভিকি কৌশলও এই প্রথমবার সঞ্জয় লীলা বনশালির হাত ধরছেন বলে খবর।

আরও পড়ুন: Video: রামলাল্লার দর্শন পেতে ভিড়ে চিঁড়ে চ্যাপ্টা, আলিয়াকে আঁকড়ে এগোলেন রণবীর, দেখুন

দেখুন ভিকির ট্যুইট...

 

 

View this post on Instagram

 

ভিকি কৌশল নিজের সোশ্যাল হ্যান্ডেলে সঞ্জয় লীলা বনশালির লভ অ্যান্ড ওয়ার-এর কথা প্রকাশ্যে আনেন। যা দেখে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। বর্তমানে প্রজন্মের সেরা অভিনেতাদের নিয়ে বনশালি লভ অ্যান্ড ওয়ার তৈরি করছেন বলে মন্তব্য করেন অনেকে।