Katrina and Vicky First Wedding Anniversay: প্রথম বিবাহবার্ষিকী ক্যাট-ভিকির, দম্পতির সেরা মুহূর্তের কিছু ছবি
Vicky Kaushal and Katrina Kaif (Photo Credits: Instagram)

মুম্বই, ৯ ডিসেম্বরঃ চোখের নিমেষে বছর পার। গত বছরে ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল (Katrina and Vicky First Wedding Anniversay)। দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন দম্পতি। রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট অফ বারওয়ারা যুগলের বিয়ের জন্যে রানির বেসে সেজে উঠেছিল।

গত বছর ক্যাট-ভিকির বিয়ের আগে ঢাকঢাক গুড়গুড় এক পরিস্থিতি চলেছিল। পরিজন এবং কাছের বন্ধুবান্ধব ছাড়া জুটির বিয়েতে কারুর প্রবেশের অনুমতি ছিল না। কড়া নিরাপত্তায় মোড়া ছিল বিয়ের আয়োজন। মিডিয়া, ক্যামেরার আড়ালে সাতপাকে বাঁধা পড়েছিলেন ক্যাট এবং ভিকি। এদিকে তারকা যুগলের বিয়ের অনুষ্ঠানের ছবি দেখার জন্যে মুখিয়ে বসে ছিলেন ভক্তরা। তির্থের কাকের মত চেয়ে ছিল মিডিয়াগুলো। কোন মিডিয়া আগে ক্যাট-ভিকির বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দী করবে সেই নিয়ে চলেছিল জোড় রেষারেষি। যদিও বিয়ে মিটতেই ভক্তদের সঙ্গে বিয়ের নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন দম্পতি। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ের ছবি ইন্টারনেটে সর্বাধিক লাইক পাওয়া ছবির তকমা পায়।

প্রথম বিবাহবার্ষিকীরে চলুন দেখে নেওয়া যাক ক্যাটরিনা এবং ভিকির কিছু ভালোবাসার মুহূর্তের ছবিঃ

বিয়ের পর প্রথম ক্রিস্টমাসঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডেঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

পরিবারের সঙ্গে যুগলের প্রথম হলি উদযাপনঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ক্যাট-ভিকির সমুদ্র ভ্রমণঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

সুইমিংপুলে জলকেলিতে মজে ক্যাট-ভিকিঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

নিউ ইয়র্কে ভিকির জন্মদিন উদযাপনঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

বিয়ের পর প্রথম করওয়া চৌথঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

দিওয়ালিতে একসঙ্গে ক্যাট-ভিকিঃ

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)