ছবি ট্য়ুইটার

মুম্বই, ৩ জুলাই: চেম্বুরের বাড়িতে ক্রমশ একা হয়ে যাচ্ছিলেন। অত বড় বাড়িতে একাকিত্ব যেন গিলে খাচ্ছিল তাঁকে। ব্যান্দ্রায় নতুন বাড়িতে আসার পর এমনই মন্তব্য করেন রণধীর কাপুর (Randhir Kapoor)।

বর্ষীয়ান অভিনেতা বলেন, গত ২ বছর আগে ব্যান্দ্রায় নতুন বাড়ি কেনেন তিনি। করিশ্মা (Karisma Kapoor) এবং করিনা, দুই মেয়ের কাছে থাকার তজন্য নতুন বাড়ি কেনেন তিনি। কেনার পর ২ বছর ধরে বাড়ি সাজানোর কাজ চলছিল। ফলে চেম্বুরে কাপুর হাউজেই থাকছিলেন তিনি কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে তিনি ক্রমশ একা হয়ে যাচ্ছিলেন। চলতি বছর ফেব্রুয়ারিতে ভাই রাজীব কাপুরের মৃত্যুর পর চেম্বুরের পুরনো বাড়িতে আর থাকতে চাননি রণধীর কাপুর। সেই কারণে তড়িঘড়ি ব্যান্দ্রার বাড়ি সাজিয়ে সেখানে চলে আসেন অভিনেতা।

আরও পড়ুন: Aamir-Kiran: আমির-কিরণের বিচ্ছেদের জন্য দায়ি কে? কটূক্তির মুখে ফাতিমা সানা শেখ

তিনি বলেন, চেম্বুরের বাড়ি বিক্রির কোনও প্রশ্নই নেই। তাঁদের অবস্থা এতটাও খারাপ হয়নি যে বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে হবে।

শুক্রবার ব্যান্দ্রার বাড়িতে পুজো সম্পন্ন করে গৃহপ্রবেশ করেন রণধীর কাপুর। গৃহপ্রবেশ হাজির হন করিশ্মা, করিনা (Kareena Kapoor Khan) থেকে শুরু করে নীতু কাপুর (Neetu Kapoor) , রিদ্ধিমা কাপুর প্রত্যেকে।