Kareena Kapoor Khan: 'গ্রোগাসে ভক্ষণ', ভাইরাল করিনার ভিডিয়ো
করিনা কাপুর খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৫ অগাস্ট: তিনি 'পিৎজাভক্ত'। পিৎজার ( Pizza) জন্য করতে পারেন সবকিছু। একবারে দুটো পিৎজাও খেতে নিতে পারেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই একটি ভিডিয়ো শেয়ার করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। যেখানে একবারে তাঁকে পরপর পিৎজার দু টুকরো মুখে পুরতে দেখা যায়।

পিৎজা পেলে তাঁর আর কিছুই লাগে না। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর এই পিৎজার প্রতি ভালবাসা আরও বেড়ে যায়। এমনই জানান করিনা কাপুর খান। এমনকী,  করিনা যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেন তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: COVID 19: ভিড়ে নিষেধ, করোনা কাঁটায় ভাটা পড়বে দুর্গা পুজোর আনন্দেও? আশঙ্কা

দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ করেন সইফ আলি খান, করিনা কাপুর খান। নাম প্রকাশের পর তার ছবি প্রকাশ করলেও, মুখ দেখাননি সইফ (Saif Ali Khan), করিনা। তবে অভিনেত্রীর বই 'প্রেগনেন্সি বাইবেল'-এ যে ছবি রয়েছে, সেখানে করিনার কনিষ্ঠ সন্তানকেই দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন অনেকে।