মুম্বই, ১৩ নভেম্বর: ১৯৪৭ সালের স্বাধীনতা নিয়ে যদি তিনি কিছু ভুল বলে থাকেন, তাহলে তিনি তাঁর পদ্মশ্রী (Padmashri) ফিরিয়ে দেবেন। এ ক্ষেত্রে 'জাস্ট টু সেট দ্য় রেকর্ড স্ট্রেট' নামে একটি বইয়ের কিছু পংক্তি উদ্ধৃত করেন কঙ্গনা রানাউত। ওই বইয়ের উদ্ধৃতি উল্লেখ করে কঙ্গনা বলেন, ১৮৫৭ সালে প্রথম ব্রিটিশ বিরোধী যুদ্ধ হয়েছিল। সে বিষয়ে তিনি জানেন। কিন্তু ১৯৪৭ সালে কোন যুদ্ধ হয়েছিল, সে বিষয়ে কেউ যদি তাঁকে জানতে সাহায্য করেন, তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন বলে জানান কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক বইয়ের পংক্তি উল্লেখ করে নিজের মতবাদ প্রকাশ করেন কঙ্গনা রানাউত।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে হাজির হন কঙ্গনা রানাউত। সেখানে তিনি বলেন, '১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়নি। ১৯৪৭ সালে ভারত যে স্বাধীনতা অর্জন করেছিল, তা আদতে ''ভিক্ষার'' সমান। ভারত (India) স্বাধীন হয়েছে ২০১৪ সালের পর।'
কঙ্গনা রানাউতের ওই মন্তব্যের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। এমনই কঙ্গনা পদ্মশ্রী ফেরৎ দিন বলেও দাবি উঠতে শুরু করে দেশের বিভিন্ন মহলের তরফে।