The Song Of Scorpions ছবিতে ইরফান খান (Photo Credits: Twitter)

বলিউডের প্রতিভাবান অভিনেতা ইরফান খানের (Irrfan Khan)  মৃত্যুশোক এখনও কাটেনি। হিন্দি ছবির এমন বুদ্ধিদীপ্ত অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলতি বছরের ২৮ এপ্রিল। সেলুলয়েডে এই নামী অভইনেতার অভিনয় মিস করছেন ইরফানের পরিজন থেকে শুরু করে সহকর্মী এবং অনুরাগীরাও। তবে শেষবারের মতো সেলুলয়েডে এই প্রতিভাবান অভিনেতাকে দেখার সুযোগ আসতে চলেছে নতুন বছরেই। দর্শক ও অনুরাগীরা হলে গিয়েই ইরফান খান অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্করপিয়ানস’ দেখার সুযোগ পাবেন নতুন বছরে। ২০১৭-র ৯ আগস্ট সুইৎজারল্যান্ডে ৭০-তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির প্রিমিয়ার হয়। ‘দ্য সং অফ স্করপিয়ানস’-এর চিত্রনাট্যকার তথা পরিচালক হলেন অনুপ সিং। আগামী বছরেই দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইরফান খানের ‘দ্য সং অফ স্করপিয়ানস’।

এই ‘দ্য সং অফ স্করপিয়ানস’ ছবিটি হল সুইস-ফ্রেঞ্চ সিঙ্গাপুরিয়ান রাজস্থানী ল্যাঙ্গোয়েজ ড্রামা। ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন গোলশিফতে ফারাহানি। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ওয়াহিদা রহমান ও শশাঙ্ক অরোরাকে। ছবিতে উট ব্যবসায়ী ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান। তাহলে আপনি কী এই ‘দ্য সং অফ স্করপিয়ানস’ ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে আগ্রহী?