Sonu Sood: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনুর নাম প্রস্তাব? কী বললেন গরিবের 'মসিহা'
সোনু সুদ

মুম্বই, ১২ মে: সাধারণ মানুষ হিসেবেই ভাল আছেন৷ সাধারণ মানুষ হয়েই থাকতে চান৷ তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছা নেই৷ বাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনই জানান সোনু সুদ (Sonu Sood)৷

পরিযায়ী (Migrant) শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে গিয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানো, সবকিছুতেই নিজের মতো করে কাজ করে চলেছেন সোনু সুদ৷ করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে কখনও হায়দরাবাদে অক্সিজেন (Oxygen) পাঠাচ্ছেন আবার কখনও নাগপুর থেকে তরুণীকে বড় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাচ্ছেন৷ সবকিছু মিলিয়ে বর্তমানে গরিবের মসিহা হিসেবে পরিচিত সোনু সুদ৷ সেই সোনু সুদকে ভারতের প্রধানমন্ত্রী করা উচিত বলে সম্প্রতি মত প্রকাশ করেন অভিনেতা ভীর দাস এবং রাখি সাওয়ান্ত৷

আরও পড়ুন:  Neha Kakkar: রোহনের সঙ্গে ঝগড়া প্রকাশ্যে! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই নেহার সংসারে অশান্তি?

বীর দাস এবং রাখি সাওয়ান্তের প্রস্তাব নিয়ে সোনুকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট জবাব দেন৷ বলেন, তিনি সাধারণ মানুষ হয়েই থাকতে চান৷ কোনওভাবেই তাঁর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে নেই বলে স্পষ্ট জানান বলিউড অভিনেতা৷

প্রসঙ্গত করোনার (Corona Second Wave) দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনাচ্ছেন সোনু সুদ৷ দিল্লি এবং মহারাষ্ট্রে ওই চারটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা রয়েছে সোনুর৷ ওই অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে হাসপাতালগুলিতে সাহায্য করতে প্রস্তুত সোনু৷ হাসপাতালগুলির পাশাপাশি কেউ যদি সোনুর কাছে সাহায্য চান, তাহলে তাঁদেরও সাহায্য করা হবে বলে জানান বলিউড অভিনেতা৷ চলতি মাসেই ফ্রান্স থেকে প্রথম অক্সিজেন প্ল্যান্টটি ভারতে এসে পৌঁছবে বলেও আশ্বস্ত করেন সোনু সুদ৷