Neha Kakkar: রোহনের সঙ্গে ঝগড়া প্রকাশ্যে! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই নেহার সংসারে অশান্তি?
নেহা, রোহনপ্রীতের ভিডিয়ো ভাইরাল

মুম্বই, ১১ মে: বিয়ের পর কয়েক মাস কাটতে না কাটতেই এবার লড়াই, ঝগড়া শুরু হয়ে গেল নেহা কক্কর (Neha Kakkar) এবং রোহনপ্রীত সিংয়ের মধ্যে! যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়৷

বিশ্বাস না হলে দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন নেহা কক্কর৷ যেখানে রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) সঙ্গে লড়াই করতে দেখা যায় তাঁকে৷ তবে নেহা রোহনপ্রীত সিং যে ভিডিয়ো শেয়ার করেন, তা নেহাত মজার ছলে বলে জানা যায় তারকা দম্পতির তরফে৷

নেহা, রোহনের সেই ভিডিয়ো দেখে মিট ব্রোস হোক কিংবা সোনু কক্কর, প্রত্যেকে ভালবাসা জানান তারকা দম্পতিকে৷

আরও পড়ুন:  Sudipa Chatterjee: বুকের ভিতর কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স, আতঙ্কে সুদীপা

গত বছর পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর৷ পাঞ্জাবে বসে তাঁদের বিয়ের আসর৷ নিজের থেকে ছোট রোহনপ্রীতি সিংয়ের সঙ্গে নেহা কক্কর কীভাবে গাঁটছড়া বাঁধলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷ যদিও সমস্ত ধরনের সমালোচনা পেরিয়ে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সংসার করছেন বলিউডের রিমেক কুইন৷