সুদীপা চট্টোপাধ্যায়,ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ১১ মে:  করোনার দ্বিতীয় ঢেউ (Corona) দাপিয়ে বেড়াচ্ছো গোটা দেশ জুড়ে৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যেমন সংক্রমিতের সংখ্যা বাড়ছে, তেমনি মৃত্যুর হারও বাড়তে শুরু করেছে৷ করোনার জেরে যেভাবে মানুষ সংক্রিমত হচ্ছেন এবং মৃত্যু হচ্ছে, তার জেরে সাধারণ মানুষের পাশাপাশি তারকাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন৷

সারাদিন ধরে অ্যাম্বুলেন্সের শব্দে তিনি আতঙ্কগ্রস্থ৷ তাঁর বুক কাঁপছে৷ এবার এমনই বললেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)৷ নিজের ফেসবুক হ্যান্ডেলে সুদীপা বলেন, সারাদিন ধরে অ্যাম্বুলেন্সের (Ambulance) আওয়াজে তিনি কেঁপে কেঁপে উঠছেন৷ তার মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে৷ তবে এই বৃষ্টির মরশুমে কারও মনে যেন আনন্দ নেই, ভালবাসা নেই৷ বর্তমানে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে, তাতে দুঃখ পেয়ে আকাশও কাঁদছে বলে মন্তব্য করতে দেখা যায় সুদীপাকে৷

আরও পড়ুন: Munmun Dutta: 'গ্রেফতার' করুন মুনমুন দত্তকে, বাঙালি অভিনেত্রীকে নিয়ে চরম ক্ষোভ অন্তর্জালে

 

দেখুন...

 

সারাদিন ধরে খালি ambulance এর siren-বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়ে চলে যাচ্ছে..

আকাশ কালো করে বৃষ্টিতে-রোমান্স নেই..মাটিতে মিষ্টি সোঁদা গন্ধ নেই..

তবে কী-আকাশ আজ কাঁদছে?

Posted by Sudipa Chatterjee on Tuesday, May 11, 2021

করোনার দ্বিতীয় ঢেউয়ের (COVID 19) জেরে যখন বিপর্যস্ত প্রায় গোটা দেশে, সেই সময় তারকারা এগিয়ে আসছেন সাহায্যের হাত বাড়িয়ে৷ কখনও সোনু সুদ (Sonu Sood) আবার কখনও শচিন তেন্ডুলকর কিংবা বিরাট-অনুষ্কা কিংবা সলমন খান(Salman Khan)৷ একের পর এক তারকা এগিয়ে আসছেন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে৷