মুম্বই, ২৭ মেঃ আলিয়ার জয় সর্বত্র। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) তে নায়িকার দুর্দান্ত অভিনয় তাঁর ঝুলিতে এনে দিল আইফা ২০২৩। চলতি বছরে ২৭ মে আবু ধাবিতে আয়োজিত হয়েছিল ইন্টারনাশনল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা IIFA অ্যাওয়ার্ড ২০২৩ এর অনুষ্ঠান। সঞ্জয়লীলা বনসালি পরিচালিত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি আলিয়াকে এনে দিল সেরা অভিনেত্রীর শিরোপা। আইফা ২০২৩ এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। যদিও চলতি বছরের আইফার মঞ্চে উপস্থিত থাকতে পারেননি নায়িকা। তাঁর অনুপস্থিতির কারণে ছবির প্রযোজক জয়ন্তিলাল গোডা সেই পুরস্কার নিজের হাতে তুলে নিয়েছেন।
View this post on Instagram
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আলিয়া দাদু নরেন্দ্র রাজদানের শারীরিক অবস্থা ভালো নয়। আর সেই কারণেই আইফা ২০২৩ এর মঞ্চে উপস্থিত থাকতে পারেননি নায়িকা। উল্লেখ্য, চলতি বছরে অনুষ্ঠিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডেও 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' আলিয়াকে এনে দিয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার।
IIFA ২০২৩ এ সেরা অভিনেতার পুরস্কার পেয়ে গিয়েছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। বিক্রম বেদা (Vikram Vedha) ছবির জন্যে সেরা অভিনেতার শিরোপা হৃত্বিকের মাথায়।
View this post on Instagram