![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/12/9-1-380x214.jpg)
কলকাতা, ১১ ডিসেম্বর: সম্প্রতি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC) দ্বারা আয়োজিত ভার্চুয়াল সভায় আড্ডা দিলেন অনুপম খের (Anupam Kher)। অভিনেতা, প্রযোজক,পরিচালকদের নিয়ে একটি ইন্টারেক্টিভ ওয়েব সেশনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সুহেল শেঠ, একজন কলাম লেখক, অভিনেতা, এবং একটি থিয়েটারশিল্পী। এই ইন্টারেক্টিভ ওয়েব সেশনে অনুপম খেরকে স্বাগত জানান আইসিসির প্রেসিডেন্ট মায়াঙ্ক জালান।
ভার্চুয়াল আড্ডা চলাকালীন অনুপম খের তাঁর সাম্প্রতিক বই 'ইওর বেস্ট ডে ইজ টুডে' নিয়ে কথা বলেন। যাতে তিনি লেখেন ২০২০ সালের ভয়াবহ করোনা মহামারীতেও আমরা ভারতীয়রা এর বিরুদ্ধে লড়াই করার সাহস ও ধৈর্য রেখেছি এবং আমাদের দেশে সুস্থতার হার সবথেকে বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই জায়গাটি অর্জন করে নেয়। তিনি আরও বলেন, তাঁর মায়ের করোনা আক্রান্ত হওয়ার কথা। এটি ছিল তাঁর জীবনের অন্যতম লড়াইয়ের সময়, তাও জানান অভিনেতা। আরও পড়ুন, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিল কলকাতা হাইকোর্টের, ভোটের আগে জোর ধাক্কা রাজ্য সরকারের
'মাকে হাসপাতালে এমার্জেন্সিতে রাখা হয়েছিল, সেখানে অনেকদিন যেতে পারিনি। তাই করোনার সঙ্গে লড়াই করা লক্ষ লক্ষ পরিবারের বেদনা অনুধাবন করতে পেরেছি এবং তার পরে উপলব্ধি হয় যে একজন মা শিশুদের কাছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার', আবেগান্বিত হয়ে জানান অনুপম খের। পাশাপাশি এও জানান, "সকলের উচিত পরিবারের যত্ন নেওয়া। আমাদের পরিবার ও বন্ধুবান্ধবকে আজ ভালবাসতে হবে, কারণ জীবন ক্ষণস্থায়ী।"