কলকাতা, ১১ ডিসেম্বর: ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (2016 Upper Primary Recruitment) সম্পূর্ণ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। প্যানেল থেকে শুরু করে মেধা তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি চট্টোপাধ্যায়ের বেঞ্চ। মেধাতালিকায় দুর্নীতির অভিযোগে ২০১৯ সালে মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলার প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে আদালত। আজ পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিল হাইকোর্ট।
বিচারপতি তাঁর রায়ে জানিয়েছেন, নিয়োগের জন্য যতগুলি প্রক্রিয়া চলছিল সবগুলি বাতিল করা হল। একই সঙ্গে আগামী দিনে কিভাবে এবং কত দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সে ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে উচ্চ আদালত। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত রকম প্রক্রিয়া শেষ করে নিয়োগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। আরও পড়ুন: Kolkata Shocker: সল্টলেকে বাড়ির ছাদ থেকে মিলল ছেলের কঙ্কাল, গ্রেফতার মা ও ছোট ছেলে; পুলিশের কাছে দোষ স্বীকার
বিচারপতি মৌসুমি চট্টোপাধ্যায়ের আরও নির্দেশ, শুধুমাত্র যোগ্যদেরই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে। যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা নিয়াগ হয়েছিলেন, তাঁদের বাদ দিতে হবে।