মুম্বই, ২২ এপ্রিল: দক্ষিণী তারকা তিনি। একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। দুর্দান্ত অভিনয়ের জন্য বরাবরই তিনি মন কেড়েছেন। কিন্তু করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সিনে দুনিয়াকে বাঁচাতে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন তিনি, তা প্রশংসনীয়। টুইটে প্রকাশ রাজ বলেন, সঞ্চয় শেষ হয়ে আসছে ক্রমশ। প্রয়োজনে ঋণ নিয়ে মানুষকে সাহায্য করবেন তিনি। আরও পড়ুন: Coronavirus Cases In India: করোনা আক্রান্তর সংখ্যা ২০ হাজার ছাড়াল, সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির
লকডাউনের শুরুতেই মার্চ মাসে মে মাসের কর্মীদের বেতন দিয়ে দিয়েছিলেন তিনি। যাতে তাঁর সংস্থার কর্মীদের কোনও সমস্যা না হয়। তা সবসময় তদারকি করে চলেছেন প্রকাশ রাজ। টুইট করে প্রকাশ রাজ বলেন, 'আমার জমানো টাকা শেষ হয়ে আসছে। কিন্তু নিজের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে ঋণ নেব। টাকা রোজগারের সুযোগ আবার আসবে। আসুন সকলে মিলে এই কঠন সময়ে একে অপরের পাশে দাঁড়াই। সাহায্যের হাত বাড়িয়ে দিই।'
My financial resources depleting .. But Will take a loan and continue reaching out . BECAUSE I KNOW ....I CAN ALWAYS EARN AGAIN.. IF HUMANITY SURVIVES THESE DIFFICULT TIMES. .. #JustAsking 🙏Let’s fight this together.. let’s give back to life ..a #prakashrajfoundation initiative pic.twitter.com/7JHSLl4T9C
— Prakash Raj (@prakashraaj) April 20, 2020
দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তর সংখ্যা ২০ হাজার ছাড়াল। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ২০,৪৭১। অ্যাকটিভ কেস ১৫,৮৫৯। সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৯জন। মৃতের সংখ্যা বেড়ে ৬৫২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত বেড়েছে যথাক্রমে ১৪৮৬ ও ৪৯।