নতুন দিল্লি, ২২ এপ্রিল: দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তর সংখ্যা ২০ হাজার ছাড়াল। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ২০,৪৭১। অ্যাকটিভ কেস ১৫,৮৫৯। সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫৯জন। মৃতের সংখ্যা বেড়ে ৬৫২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত বেড়েছে যথাক্রমে ১৪৮৬ ও ৪৯।
দেশে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। এখানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ২২ জন। মৃতু হয়েছে ২৫১ জনের। ৭২১ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রের পর রয়েছে দিল্লি। দিল্লিতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তর সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে। এরপর রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। এখানে করোনাভাইরাসে আক্রান্তর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১৮। আরও পড়ুন: Coronavirus Outbreak: সরকার কি মৃতদেহ লুকিয়ে রাখছে? প্রশ্ন তুলে বাবুল সুপ্রিয়র পর ভিডিয়ো পোস্ট কৈলাস বিজয়বর্গীয়র
এদিকে আরও একবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আগামী ২৭ এপ্রিল আগের মতোই ভিডিয়ো কনফারেন্স করবেন তিনি। সূত্রের খবর, রাজ্যগুলির হালহকিকত জানা এবং লকডাউন তোলার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।