Hrithik Roshan , Saba Azad (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ মার্চ:  হৃতিক রোশন (Hrithik Roshan) এবং  সাবা আজাদ (Saba Azad ) শিগগিরই বিয়ে করছেন? সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। রিপোর্টে প্রকাশ,  হৃতিক এবং সাবা একে অপরে মগ্ন। দুই পরিবারও চাইছেন তাঁদের বিয়ের বিষয়ে এগোতে। ফলে শিগগিরই হৃতিক এবং সাবা সাতপাকে বাঁধা পড়তে  চলেছেন বলে খবর। যদিও হৃতিক বা রোশন পরিবারের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে হৃতিকের পরিবারের সঙ্গে সাবার সম্পর্ক খুব বেশ ভাল, তা সম্প্রতি একটি ছবি থেকেই স্পষ্ট।

এদিকে সম্প্রতি হৃতিকের সঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় সাবা আজাদকে। পাপারাৎজিকে দেখে একে অপরের কাছ থেকে নিজেদের আড়াল করতে শুরু করেন সাবা, হৃতিক। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। তবে হৃতিক বা সাবা নিজেরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:  Amitabh Bachchan Death Hoax: হু হু করে ছড়িয়ে পড়ল অমিতাভ বচ্চনের মৃত্যুর গুজব, দেখুন ভাইরাল ছবি

প্রসঙ্গত নাসিরুদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল সাবা আজাদের। ইমাদের সঙ্গে বিচ্ছেদের পর হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ান সাবা।