Amrita Rao Gives Birth to Son: পুত্র সন্তানের জন্ম দিলেন অমৃতা রাও, ‘ম্যায় হু না’ অভিনেত্রীকে শুভেচ্ছা ফারাহ খানের
অমৃতা রাও এবং ফারাহ খান (File Image)

রবিবার ১ নভেম্বর পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী অমৃতা রাও (Amrita Rao)। দীর্ঘ সময় পর ভাল খবর, এই লিখেই টুইটারে দম্পতিকে শুভেচ্ছা জানালেন ‘ম্যায় হু না’-র পরিচালক ফারাহ খান। অমৃতা রাও ও আরজে আনমোল এদিন সকালে শিশুপুত্রের মা-বাবা হলেন। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছে। অমৃতা ও আনমোলের পরিবারের তরফে সবাইকেই ধন্যবাদ জানানো হয়েছে, যাঁরা এই শুভ দিনে নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। পেশায় রেডিও জকি আনমোলকে ২০১-তে বিয়ে করেন অমৃতা রাও। এবার মা হিসেবে নতুন পথাচলা শুরু হল তাঁর। প্রসঙ্গত, বলিউডে অমৃতাকে শেষ দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে 'ঠাকরে' সিনেমায়। আরও ড়ুন-Uttar Pradesh: বিনা অনুমতিতে মন্দিরের মধ্যে নামাজ পড়ে পুলিশের নজরে ৪ যুবক

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর, সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে আসেন নয় মাসের অন্তঃসত্ত্বা অমৃতা। তারপর থেকেই অমৃতার মা হওয়া অপেক্ষায় অধীর গোটা দেশ। দেরিতে সুখবর দেওয়া আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেত্রী। কোঙ্কনি পরিবারের মেয়ে অমৃতা ‘ইশক ভিশক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খান, শাহিদ কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। যদিও আর জে আনমোলের সঙ্গে সংসার পাতার পর সেভাবে তাঁকে আর অভিনয় জগতে দেখা যায়নি। বিবাহ-র জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান অমৃতা। বিয়ের সাত বছর পরে মা হলেন অমৃতা, তবে শুরুর দিকে কিন্তু হইহই করে সে খবর প্রকাশ্যে আনেননি অভিনেত্রী ও তাঁর আরজে বর।  এছাড়া অতিমারীর জন্য বিশেষ সতর্কতা নেওয়ার জন্যই এই সুখবরের কথা চেপে গিয়েছেন বলে তাঁর মত। তবে বেবি বাম্পের ছবি ও ভিডিয়ো প্রকাশের পরই নেটপাড়ায় বেশ আলোড়ন তুলেছিলেন তিনি। রবিবার রাতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। অমৃতার পাশে আনমোল যে সর্বক্ষণ পাশে ছিলেন, তা জানিয়েছেন অমৃতার মুখপাত্র।