Photo Credits: Facebook

মুম্বই: সম্প্রতি সোশ্যাল মিডিয়া (social Media) ফেসবুক (facebook) ও ইনস্টাগ্রামে (Instagram) অনেক নেটিজেন একটি ভিডিয়ো শেয়ার করছেন যাতে দাবি করা হচ্ছে বলিউডের বিখ্যাত অভিনেত্রী  ও অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বয্য রাই বচ্চন (Bollywood actress Aishwarya Rai Bachchan) ও তাঁর কন্যা আরাধ্যা (Aaradhya) বাগেশ্বর ধাম সরকার (Bagesghwar Dham Sarkar) ধীরেন্দ্র শাস্ত্রীর (Dhirendra Shastri) একটি অনুষ্ঠানে যোগ গিতে বাগেশ্বর ধামে গেছিলেন। শুধু তাই নয় তাঁরা বাগেশ্বর শাস্ত্রীকে প্রণামও জানান বলে দাবি করা হচ্ছে।

পরে ওই ভাইরল ভিডিয়োটি পরীক্ষা করে দেখা যায়, সেটি এডিট করা হয়েছে  ও এটি ভুয়ো। আমরা লক্ষ্য করেছি দুটি আলাদা অনুষ্ঠানের ভিডিয়ো একসঙ্গে করে দাবি করা হয়েছে ঐশ্বয্য রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা বাগেশ্বর ধাম সরকারের সঙ্গে কথোপকথন করছেন। একটি ভিডিয়ো ক্লিপ ইউটিউবে তিন বছর আগে আপলোড করা হয়েছিল। ২০১৯ সালের ওই ভিডিয়োটি ঐশ্বয্য ও আরাধ্যার দুর্গাপুজোয় যোগ দেওয়ার। এর সঙ্গে বাগেশ্বর ধামের কোনও যোগাযোগ নেই।

অন্য ভিডিয়ো তোলা হয়েছে গত আটই জানুয়ারি ১টা ২৭ মিনিটে যখন ধীরেন্দ্র শাস্ত্রী কিছু রোগ নিয়ে কথা বলছিল কিছু মানুষের সঙ্গে। এই দুটি আলাদা ভিডিয়োকে এক করে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। আরও পড়ুন: Narendra Modi plays drum: মঞ্চে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, দেখুন ভিডিয়ো

 

দেখুন ভাইরাল  ভিডিয়ো:

দেখুন সত্যিকারের ভিডিয়ো:

দেখুন ধীরেন্দ্র শাস্ত্রীর আসল ভিডিয়ো: