Shah Rukh Khan (Photo Credit: Twitter)

মুম্বই, ৭ ফেব্রুয়ারি: লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বলিউডের (Bollywood) তাবড় তারকারা। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, সঞ্জয় লীলা বনশালিরা হাজির হন লতা দিদিকে শেষ বিদায় জানাতে। ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানান এসআরকে (SRK)। ম্যানেজারের সঙ্গে শাহরুখের ছবি ভাইরাল হতেই, সেখানে দেখা যায় সুর সম্রাজ্ঞীর মরদেহের প্রতি 'দোয়া' করছেন শাহরুখ (Shah Rukh Khan)।

লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানাতে গিয়ে পূজা দাদলানির নমস্কারের পাশে ভাইরাল হয় শাহরুখের দোয়ার ছবি। শাহরুখের সেই ছবি দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ। তবে শাহরুখের ছবি দেখে তাঁর সমালোচনায় মুখ হন অরুণ যাদব নামে এক বিজেপি নেতা।

আরও পড়ুন:  RIP Lata Mangeshkar: মৃত্যুর ঠিক আগে কেমন ছিলেন লতা মঙ্গেশকর, চিকিৎসকের স্মৃতিচারণে উঠে এল সেই কথা

দেখুন ভিডিয়ো...

 

তিনি বলেন, শাহরুখ দোয়া করে লতা মঙ্গেশকরের প্রতি অসম্মান করেছেন। এমনকী, লতাজির মরদেহে 'থুতু' ছিটিয়েছেন বলেও অনেকে অভিযোগ করেন। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়। তবে এসআরকে-র সমর্থনে হাজির হয়ে অনেকে দাবি করেন, ভিন্ন ধর্মের মত অনুযায়ী লতাজিকে শেষ বিদায় জানান শাহরুখ খান। এখানে সমালোচনার কিছু নেই। সবকিছু মিলিয়ে লতাজির শেষকৃত্যতে শাহরুখের ছবি দেখে জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।

শাহরুকের সমর্থনেও অনেকে ট্যুইট করেন একের পর এক...