মুম্বই, ৮ জুলাই: দিলীপ কুমারের (Dilip Kumar) মৃত্যুর পর শোকে মূহ্যামান প্রায় গোটা বলিউড। ৯৮ বছরে দিলীপ কুমারের জীবন শেষ হয়ে যাওয়ার পর, পুরো একা হয়ে যান সায়রা বানু (Saira Banu)। বুধবার বিকেলে দিলীপ কুমারের অন্তিম যাত্রায় যেন নিজেকে যেন হারিয়ে ফেলেন সায়রা বানু।
বন্ধু ধর্মেন্দ্রকে (Dharmendra )পাশে পেয়ে, সায়রা বলেন, 'ধরম দেখো, দিলীপ সাবের চোখের পাতা নড়ছে।' সায়রা বানুর ওই কথা শুনে যেন তাঁর জীবন বেরিয়ে যায় বলে মন্তব্য করেন ধর্মেন্দ্র। শুধু তাই নয়, সায়রা বানুর কথা শুনে তাঁকে কী বলবেন বুঝে উঠতে পারেননি তিনি। তাই মনে মনে বলতে শুরু করেন, 'উপরওয়ালা যেন দিলীপ সাবক জন্নতে নিয়ে যান।'
আরও পড়ুন: Kareena Kapoor Khan: নীতু কাপুরের জন্মদিনে 'গ্ল্যামারাস কাপুর গার্লস', নজর কাড়লেন করিনা
Saira ne jab kaha. “ Dharam , dekho Sahab ne paplak jhapki hai “ Dosto , jaan nikal gai meri. Maalik mere pyaare bhai ko jannat naseeb kare pic.twitter.com/yrPP6rYJqX
— Dharmendra Deol (@aapkadharam) July 7, 2021
ধর্মেন্দ্র যখন সায়রা বানুর ওই কথা শেযার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে, মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি করোনায় (Corona) আক্রান্ত হন দিলীপ কুমার। করোনা থেকে সেরে উঠলেও, কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় বার বার অসুস্থ হতে শুরু করেন বর্ষীয়ান অভিনেতা। গত সপ্তাহে তাঁকে মুম্বইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। চলতি সপ্তাহে তাঁর ছাড়া পাওয়ার কথা ছিল। তবে বুধবার সব শেষ হয়ে যায়। হাসপাতাল থেকে আর পিরলেন না দিলীপ কুমার। ৯৮ বছর সেষ হয়ে যায় তাঁর জীবন প্রদীপ।