প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) কথা রাখল দেশবাসী। বিকেল পাঁচটায় লকডাউনের ধন্যবাদজ্ঞাপনে পাঁচমিনিটের জন্য কাঁসর, ঘণ্টা, হাততালি, বাসন বাজালো দেশবাসী। করোনায় আতঙ্কিত দেশের কোণায় কোণায় বেজে উঠল বাসন, ঘণ্টা। 'জনতা কার্ফু'-র (Janata Curfew) সমর্থনে হাততালি বাজালেন বিজেপির নেতামন্ত্রী এবং বলিউড সেলিব্রিটিরাও। সপরিবারে অংশগ্রহণ করলেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন। বাবা রামদেব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং সকলকেই বাসন-কাঁসর বাজানোয় অংশ্রগ্রহণ করতে দেখা যায়।
সপরিবারে অমিতাভ বচ্চন-
দীপিকা পাডুকোন বিকেল পাঁচটায়-
বরুণ ধাওয়ানের পরিবার-
#JantaCurfew I salute the heroes fighting this virus. Everyone of my generation please look after ur elders . Stay at home 🏠. We will fight this. Maintain quarantine #SocialDistancingNow pic.twitter.com/o6bjm94akL
— Varun Dhawan (@Varun_dvn) March 22, 2020
রণবীর সিং-
Thank you to our heroes 👏🏾 👏🏾 👏🏾 🇮🇳 🇮🇳 🇮🇳 @deepikapadukone pic.twitter.com/890fb3C99k
— Ranveer Singh (@RanveerOfficial) March 22, 2020
করিশ্মা কাপুর-
করণ জোহর-
অনিল কাপুর ও অনুপম খের-
এদিকে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। শেষ খবর অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মারা যান গুজরাতের এক ব্যক্তি। তাঁর বয়স ৬৯। আজ সুরাতের একটি হাসপাতালে তিনি মারা যান। আরেকজন ৬৫ বছর বয়সী বৃদ্ধা ভাদোদরা হাসপাতালে মারা যান, তবে এখনও তাঁর করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয়নি। তাই এখনও করোনাভাইরাসের জন্যই মৃত্যু বলে জানানো যাচ্ছে না।গুজরাত স্বাস্থ্য ও পরিবার বিভাগ থেকে জানানো হয়েছে, তাঁরও করোনাভাইরাসের মত উপসর্গ ছিল। শ্বাসকষ্টজনিত সমস্যাতেই মারা যান তিনি। এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭, আক্রান্ত ৩৪১।