Sushant Singh Rajput, Adah Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ অগাস্ট: মৃত্যুর আগে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মুম্বইয়ের ব্যান্দ্রার মন্ট ব্ল্যাঙ্ক নামে একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাটে থাকতেন। সুশান্তের মৃত্যুর পর থেকে মন্ট ব্ল্যাঙ্কের ওই ফ্ল্যাটটি ফাঁকাই পড়ে রয়েছে। এবার তা কিনছেন কেরালা ফাইলসের অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma) । এমনই রিপোর্টই প্রকাশ্যে আসছে। সুশান্তের মৃত্যুর পর মন্ট ব্ল্যাঙ্কের সমুদ্রমুখী ওই ফ্ল্যাটটির জন্য কোনও ভাড়াটিয়া পাচ্ছিলেন না মালিক। মাঝে মধ্যেই যে খবর প্রকাশ্যে উঠে আসতে শুরু করে। এবার মন্ট ব্ল্যাঙ্কের ওই ফ্ল্যাটটি কেরালা ফাইলস-খ্যাত অভিনেত্রী আদা শর্মা কিনছেন বলে খবর মেলে। যা নিয়ে মুখ খুললেন আদা শর্মা।আদা বলেন, যা হবে, তা তিনি প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন। যে সিদ্ধান্তই তিনি নিন না কেন, তা জানিয়ে পাপারাৎজিকে তিনি মিষ্টি মুখ করাবেন বলেও মন্তব্য করেন আদা। তিনি এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: Adah Sharma Buys Sushant Singh Rajput's Flat: সুশান্তের মৃতদেহ মেলে মন্ট ব্ল্যাঙ্ক থেকে, এবার সেই ফ্ল্যাট কিনছেন আদা শর্মা, বলছে রিপোর্ট

২০২০ সালের ১৪ জুন মন্ট ব্ল্যাঙ্কের ফ্ল্য়াটে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্যু হল, সেই রহস্য এখনও অধরা। যা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এসবের মাঝে সুশান্তের মৃত্যুর ৩ বছর পর এবার ওই ফ্ল্যাট অভিনেত্রী আদা শর্মা কিনে নিচ্ছেন বলে খবর মিলছে।