Bigg Boss 17: বিগ বসের ঘরে 'স্বামী' আদিলের সঙ্গে প্রবেশ করছেন রাখি সাওয়ান্ত?
Rakhi Sawant, Adil Khan Durrani (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ নভেম্বর: এবার বিগ বস ১৭-তে প্রবেশ করছেন রাখি সাওয়ান্ত? এমন খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। বলিউড লাইফের খবর অনুযায়ী, বিগ বস ১৭-এর ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অংশ নিতে পারেন রাখি সাওয়ান্ত এবং আদিল খান দুরানি। বিগ বস ১, বিগ বস ১৪ এবং বিগ বস ১৫-র ঘরে এর আগে রাখি সাওয়ান্ত প্রবেশ করেছেন। কিন্তু আদিল খান দুরানির সঙ্গে এবার ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে রাখির বসের হাউসে প্রবেশ যে ধামাকাদার হবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত এর আগে রিতেশের সঙ্গে বিয়ের পর তাঁর সঙ্গে বিগ বসের ঘরে প্রবেশ করেন রাখি। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়। প্রাক্তন স্বামী রিতেশের পর এবার আদিল খান দুরানির সঙ্গে প্রবেশ করতে চলেছেন রাখি। ফলে এবারও যে রাখিকে নিয়ে বিগ বসে ধামাকা শুরু হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

 

 

 

View this post on Instagram