Rhea Chakraborty (Photo Credits: Instagram)

মুম্বই, ২৯ সেপ্টেম্বর: প্রত্যেক সপ্তাহে ৩৫ লক্ষ৷ বিগ বসের (Bigg Boss) ঘরে হাজির হতে রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) এমনই বিপুল অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর৷ যা নিয়ে বি টাউনে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে৷

জানা যাচ্ছে, সলমন খানের (Salman Khan) শোয়ের জন্য সুশান্ত সিং রাজপুতের বান্ধবীকে প্রত্যেক সপ্তাহে ৩৫ লক্ষ করে পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে৷ সম্প্রতি তেজস্বী প্রকাশের সঙ্গে রিয়া চক্রবর্তী বিগ বসের সেটে ঘুরেও এসেছেন বলে খবর৷ যদিও রিয়ার তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি৷ প্রসঙ্গত বিগ বস ১৫-র ঘরে তেজস্বী প্রকাশই রিয়া চক্রবর্তীর 'হাউসমেট' হতে চলেছেন বলেও জানা যায়৷

আরও পড়ুন:  Shah Rukh Khan: আরিয়ান, আব্রামের ছবি দেখে ভাইরাল শাহরুখের মন্তব্য

এর আগে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডেকেও বিগ বসের ঘরে হাজির হওয়ার প্রস্তাব দেওয়া হয়৷ যদিও সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে অঙ্কিতা সেই গুঞ্জনে ইতি টানেন৷ তিনি বিগ বসের ঘরে হাজির হচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অঙ্কি.তা লোখন্ডে৷