Aryan Khan (Photo Credit: Aryan Khan/Instagram)

মুম্বই, ৪ অক্টোবর: 'সুইচ অফ'! আরিয়ান খানের (Aryan Khan) টিশার্টের এই স্লোগান এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়৷ কালো রঙের টিশার্টের উপর ওই সুইচ অফ স্লোগান নজর এড়ায়নি নেটিজেনদের৷

রবিবার গোয়াগামী (Goa) প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় শাহরুখ তনয়কে (Shah Rukh Khan)৷ আরিয়ানের সঙ্গে গ্রেফতার করা হয় আরবাজ শেঠ মার্চেন্ট, মুনমুন ধমেচা সহ আরও কয়েকজনকে৷ গ্রেফতারির সময় লাল, কালো রঙের শার্ট পরতে দেখা যায় আরিয়ান খানকে৷ মেডিকেল টেস্টের পর আরিয়ান পোশাক বদল করেন৷ কালো রঙের টিশার্ট পরতে দেখা যায় ওই সময় তাঁকে৷ আরিয়ানের ওই টিশার্টের উপরই লেখা থাকে, সুইচ অফ৷ যা নজর এড়ায়নি নেটিজেনদের (Netizen)৷

আরও পড়ুন: Aryan Khan Drug Case: মাদক মামলায় মিলল না জামিন, ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে শাহরুখ পুত্র

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) যখন গ্রেফতার করা হয়, সেই সময় তাঁর টিশার্টে লেখা ছিল 'স্ম্যাশ দ্য পেট্রারকি'৷ রিয়ার সেই স্লোগান ভাইরাল হয়৷ শিবানী দান্ডেকর থেকে করিনা কাপুর খান, প্রত্যেককে দেখা যায় রিয়ার টিশার্টের ওই স্লোগান নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতে৷