ShahRukh With Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ৪ অক্টোবর: মিলল না জামিন৷ আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির (NCB) হেফাজতে থাকতে হচ্ছে শাহরুখ পুত্রকে৷ আরিয়ানের (Aryan Khan) পাশাপাশি আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচাকেও আগামী ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখার নির্দেশে দিয়েছে মুম্বইয়ের (Mumbai) এসপ্ল্যানেড আদালত৷

 

রবিবার গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় শাহরুখে খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খানকে৷ এনিডিপিএস অ্যাক্টে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে৷ গ্রেফতারির পর জেরার সময় কান্নায় ভেঙে পড়েন শাহরুখ পুত্র৷ এমনই একটি রিপোর্ট প্রাকশ্যে আসে৷

আরও পড়ুন: Aryan Khan Drug Case: জেরার সময় কান্না আরিয়ানের, ৪ বছর ধরে মাদকে আসক্ত শাহরুখ পুত্র, দাবি রিপোর্টে

জানা যায়, গত ৪ বছর ধরে মাদকে আসক্ত আরিয়ান খান৷ লন্ডন (London), দুবাই (Dubai) সহ একাধিক জায়গায় গিয়ে মাদকের নেশা করতেন শাহরুখ পুত্র৷ ফলে আরিয়ান খানের হোয়াটস অ্যাপের চ্যাট থেকে যে কথপোকথন সামনে আসে, তা খতিয়ে দেখছে এনসিবি৷ আরিয়ান খান যাঁদের কাছ থেকে মাদক আমদানি করতেন, তাঁদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা৷

প্রসঙ্গত আরিয়ান খানের হোয়াটস অ্যাপের চ্যাট খতিয়ে দেখে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের হদিশ মেলে কি না, তা খতিয়ে দেখতে এনসিবি তাঁকে ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখতে চেয়ে আবেদন জানায় আজ৷