মুম্বই, ২০ অক্টোবর: কেমন আছেন আরিয়ান খান (Aryan Khan)? বুধবার কি জামিন পাবেন শাহরুখ পুত্র? এমনই জল্পনা শুরু হয়েছে বলিউড জুড়ে। আরিয়ানের গ্রেফতারির পর সলমন খান (Salman Khan) থেকে শুরু করে হৃতিক রোশন কিংবা সুজান খান, একের পর এক তারকা শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রকাশ ঝা (Prakash Jha )।
বলিউডের (Bollywood) জনপ্রিয় পরিচালক বলেন, তিনি বিষয়টি সম্পর্কে তেমন কিছুই জানেন না। কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কোনও সম্যক ধারনা নেই। তবে এটুকু জানেন, শাহরুখ পুত্র ঝামলায় জড়িয়ে পড়েছেন। যা হচ্ছে, আগামীকাল সেই কালো ছায়া কেটে যাবে। এমনই মন্তব্য করেন প্রকাশ ঝা।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে নবাগতা অভিনেত্রীর 'ড্রাগ চ্যাট', আদালতে নথি জমা এনসিবির
গত ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরীর একটি রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। শাহরুখ পুত্রের সঙ্গে ওইদিন এনসিবির জালে ধরা পড়েন মুনমুন ধমেচা, আরবাজ শেঠ মার্চেন্টরা। গ্রেফতারির পর প্রত্যেকের ঠিকানাই আপাতত মুম্বইয়ের আর্থার রোড জেল।