Aryan Khan, NCB Officer (Photo Credit: Instagram/Twitter/ANI)

মুম্বই, ৯ অক্টোবর: আপাতত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে (Aryan Khan)৷ আরিয়ান খানের গ্রেফতারির পর থেকই চড়ছে রাজনৈতিক পারদ৷ আরিয়ান খানকে ওই পার্টিতে আমন্ত্রণ জানানো হয় বিজেপি ঘনিষ্ঠ দুই ব্যক্তি প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালার তরফে৷ প্রমোদতরীতে তল্লাশির পর আরিয়ানের সঙ্গে তাঁদের গ্রেফতার করা হলেও, কেন কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি নেতার শ্যালক রিষভ সচদেভ, প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালাকে মুক্ত করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷

আরিয়ানের গ্রেফতারি উদ্দেশ্যপ্রণোদিত বলে যখন এনসিপি একের পর এক অভিযোগ করছে, সেই সময় মুখ খুললেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পদস্থ আধিকারিক জ্ঞানেশ্বর সিং৷ শনিবার সাংবাদিকদের সামনে জ্ঞানেশ্বর সিং দাবি করেন, এনসিবির সম্পর্কে যে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন৷ বারবার ফালতু অভিযোগ করা হচ্ছে এনসিবির বিরুদ্ধে৷ মাদক উদ্ধার করাই এই সংস্থার মূল উদ্দেশ্য৷ তাই কোনও তথ্য ছাড়াই বারবার এনসিবির বিরুদ্ধে অহেতুক এবং ভিত্তিহিন অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন জ্ঞানেশ্বর সিং (Gyaneshwar Singh)৷

কী বললেন জ্ঞানেশ্বর সিং দেখুন...

 

গোয়াগামী (Goa) প্রমোদতরীতে তল্লাশি চালিয়ে সেখানে থেকে চরস, এমডিএমএসের মতো একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে৷ পাশাপাশি মণীশ ভানুশালী এবং কে পি গোসাভি নামে যে দুজনকে এনসিবির (/NCB) সঙ্গে দেখা গিয়েছে, তাঁরা প্রতক্ষ্যদর্শী৷ তাঁদের সঙ্গে এনসিবির কোনও যোগ নেই বলে দাবি করেন জ্ঞানেশ্বর সিং৷

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে গ্রেফতার হলেও, বিজেপি ঘনিষ্ঠ ৩ জনকে মুক্ত করে এনসিবি, অভিযোগ এনসিপির

পাশপাশি প্রমোদতরীর রেভ পার্টিতে তল্লাশি চালিয়ে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে৷ সেই কারণে ক্যামেরার ফ্ল্যাশ এড়াতে এবং ভিড় এড়াতে এনসিবিকে উপযুক্ত পদক্ষেপ করতে হচ্ছে বলেও জানান জ্ঞানেশ্বর সিং৷ পাশাপাশি ওই ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের কারও সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে না বলেও দাবি করেন জ্ঞানেশ্বর সিং৷