একবিংশ শতাব্দীর দুইয়ের দশকে যেন বলিউডে বায়োপিকের (Biopic) ছড়াছড়ি। বিভিন্ন ঐতিহাসিক চরিত্রদের নিয়ে যেমন ছবি হয়েছে, তেমনই ছবি হয়েছে বহু রাজনৈতিক নেতা থেকে খেলার দুনিয়ার নক্ষত্রদের নিয়ে। যে তালিকায় নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni), শচিন তেন্দুলকর, রনভীর কাপুররা। এ তো গেল পুরুষ স্টারদের কথা। কিন্তু মহিলা ক্রিকেটারদের নিয়ে একটাও ছবি বানায়নি বলিউড। এবার সেই অভাব পূরণ হতে চলেছে। বলিউড বায়োপিক বানাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর। ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুস্কা শর্মা।
ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়লেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। প্রথমবারের জন্য ঝুলন গোস্বামী (Jhulan Goswami) লুকে ধরা দিলেন বিরাট পত্নী। শনিবার ঠিক সন্ধ্যে ছ'টা নাগাদ ইডেনে আসেন অনুষ্কা। কালো ট্রাউজার আর হালফ্যাশনের খয়েরি জ্যাকেটে ইডেনে হাজির হন অনুষ্কা। ইডেনে ঝুলন গোস্বামীর বায়োপিক শুটিংয়ের জন্য হাজির ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। গত শনিবার প্রায় ভোর রাত পর্যন্ত চলল শুটিং। গাড়ি থেকে নেমে মেকআপ ভ্যানে উঠে যান। প্রথম থেকেই বডি ল্যাঙ্গুয়েজ ধরা পড়ছিল আত্মবিশ্বাস। পরী সিনেমার পরিচালক প্রসিত রায় ঝুলনের বায়োপিকের ডিরেক্টর হিসাবে রয়েছেন। শনিবার ঘড়ির কাঁটায় ঠিক রাত যখন সাড়ে নটা। তখন ফ্লাডলাইটের ইডেনে হাজির হন অনুষ্কা। ভারতীয় ক্রিকেট দলের জার্সি পিঠে লেখা ঝুলন। ঝুলনের মতই কাঁধ মামন চুল অনুষ্কার। মাথায় ভারতীয় ক্যাপ। মাঠে ঢুকেই ঝুলনের সঙ্গে একবার কথা বলে নেন অনুষ্কা। তারপরই সোজা চলে যান শট দিতে। সূত্রের খবর, কয়েক মাস ধরেই অনুষ্কাকে নিজের বোলিং অ্যাকশন শেখাচ্ছেন ঝুলন। রোববার করে মুম্বইয়ে অনুষ্কার সঙ্গে সময় কাটান মহিলা দলের প্রাক্তন অধিনায়ক। নিজের হাঁটাচলা থেকে ব্যাট ধরা, বল করার কৌশল শেখাচ্ছেন বঙ্গ পেসার। অনুষ্কাও নাকি খুব দ্রুত শিখে নিচ্ছেন ঝুলনের আদব-কায়দা। জানা গিয়েছে, অনুষ্কাকে ইডেনের শ্যুট করার কথা বলেছেন স্বয়ং বিরাট। সেই মতই ইডেনে শুরু হল ঝুলনের বায়োপিকের কাজ। শনিবার রাতেও দেখা গেল সেই ছবি। এক ফ্রেমে ঝুলন-অনুষ্কা। এক ফ্রেমে চাকদহ এক্সপ্রেস। শনিবার ভোররাত পর্যন্ত শুটিং করেই কলকাতা পর্বের শুটিং আপাতত শেষ। শনিবার ইডেনে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডিকে সংবর্ধনা দেন সিএবি কর্তারা। অনুষ্কার হাতে ফুলের তোড়া তুলে দেন সহ-সভাপতি, যুগ্ম সচিব ও কোষাধক্ষ্য। আরও পড়ুন: Jersey: সেলাইয়ের পর ধীরে ধীরে সেরে উঠছেন, টুইট করলেন অভিনেতা শহীদ কাপুর
@AnushkaSharma to Act as Jhulan Goswami in Her Biopic
Another Sports Star Biopic under the Sets 👍@imVkohli pic.twitter.com/jROlKjOAYI
— Mehedi Hasan Shawon (@SportsBoyShawn) January 13, 2020
নদীয়ার চাকদহ থেকে ট্রেনে করে কলকাতা (Kolkata) আসা। আর্থিক অনটনে মধ্যে থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ। ময়দানে ঝুলনের লড়াই। ভারতীয় ক্রিকেটের জার্নি। সবই থাকছে সিনেমায়। বায়োপিক এর নাম হিসেবে প্রাধান্য পাচ্ছে 'চাকদহ এক্সপ্রেস (Chakdaha Express)।' তবে শুধু ঝুলন নামও ভাবা হচ্ছে।