![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/12/43-1-380x214.jpg)
বায়োপিক হতে চলেছে ডুয়ার্সের 'অ্যাম্বুলেন্স দাদা' (Ambulance Dada) করিমুল হককে (Karimul Hak) নিয়ে। শুক্রবার মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে চুক্তি স্বাক্ষরিত করেছেন। প্রযোজক করিম মোরানির সঙ্গে চুক্তি করেছেন করিমুল হক। পরিচালক বিনয় মুদগাল। পুরো চলচ্চিত্রটিই হবে 'অ্যাম্বুলেন্স দাদা'র জীবন নির্ভর করে। জলপাইগুড়ির এক অখ্যাত গ্রাম রাজাডাঙার বাসিন্দা তিনি। 'অ্যাম্বুলেন্স দাদা' নামেই সকলের কাছে পরিচিত। তাঁর মহৎ সেবার কারণে 'পদ্মশ্রী'-তে ভূষিত হন।
এর পরই তাঁর পরিচয় গোটা দেশের মানুষ জানতে পারেন। তবে যাদের কাছে তাঁর পরিচয় এখনও অজানা রয়েছে তাদের জন্যই বায়োপিক তৈরির ভাবনা পরিচালকের। গত দুবছর ধরেই জলপাইগুড়ির পদ্মশ্রী প্রাপ্ত 'অ্যাম্বুলেন্স দাদা' কে নিয়ে সিনেমা তৈরির কথা শোনা যাচ্ছিল। তবে তা আর হয়ে ওঠেনি। অবশেষে স্বপ্ন বাস্তাবায়িত হতে চলেছে। আরও পড়ুন, বলিউডের বড়পর্দায় আসছে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী
জি ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, করিমুল হকের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছিল সোনু সুদ অভিনয় করতে পারেন। কিন্তু করিমুল হকের উচ্চতার থেকে সোনু সুদের উচ্চতা বেশি হওয়ায় সেই ভাবনা বাতিল হয়ে যায়। পরিচালক বিনয় মুদগাল জানিয়েছেন, করিমুল হকের চরিত্রে অভিনেতা নির্বাচনে চমক থাকবে। সেক্ষেত্রে শাহরুখ খানের নামও শোনা যাচ্ছে। এটি একটি অনুপ্রেরনামুলক ছবি হতে চলেছে। তিনি জানান, তাঁর মত অনেক মানুষ সমাজে দৃষ্টান্তমুলক কাজ করুক। তাঁদের জীবন নিয়েও এমন ছবি হোক।