Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ ফেব্রুয়ারি:  আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর বিয়ে সেরে ফেলেছেন? অভিনেত্রী নিজেই সেই খবর প্রকাশ করলেন। কি অবাক হচ্ছেন শুনে? বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন আলিয়া ভাট। সেখানে রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে সম্পর্ক, বিয়ে নিয়ে মুখ খোলেন আলিয়া।

'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' অভিনেত্রী বলেন, রণবীর এবং তিনি বিবাহিত। গত এক বছর ধরে রণবীরের ঘরণী তিনি। তবে তা মনে মনে। তিনি মাথায় নিয়ে ফেলেছেন, রণবীর এবং তিনি বিবাহিত। অর্থাৎ বিয়ের আগে থেকেই আলিয়া রণবীরের সঙ্গে মনে মনে সাতপাকে বাঁধা পড়ছেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন:  Hijab Row: হিজাব বিতর্কে আফগানিস্তানের প্রসঙ্গ তুললেন কঙ্গনা, ভারত ধর্মনিরপেক্ষ দেশ বলে একহাত শাবানার

খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রক্ষ্মাস্ত্র। ওই সিনেমায় আলিয়া ভাটের এবং রণবীর কাপুর স্ক্রিন শেয়ার করছেন। শোনা যায়, ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিংয়ের সময় থেকেই রণবীর এবং আলিয়া একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান।