আগরতলা: 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) সিনেমাটি নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এর মাঝেই এই বহুলচর্তিত সিনেমাটি সবাইকে দেখার জন্য আহ্বান জানিয়ে দেশের ঐক্যের জন্য এটা জরুরি বলে দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura CM Manik Saha)।
শনিবার বিকেলে সিনেমাটি দেখার পর (watched) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কেরলে (Kerala) যা হচ্ছে এখানে তা প্রকাশ্যে আনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি (PM Modi) এবং অমিত শাহ (Amit Shah) দেশের ঐক্যবদ্ধতার (unity of the country) জন্য কাজ করছেন। কিন্তু, অন্যদিকে আমরা লাভ জেহাদ (love jihad) দেখতে পাচ্ছি। প্রত্যেকের উচিত এর বিরোধিতা (oppose) করা। আমি সবার কাছে আবেদন (appeal) জানাচ্ছি এই সিনেমাটা দেখার জন্য দেশের ঐক্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ (important)।" :
:
Tripura CM Manik Saha watched the film 'The Kerala Story' today
"What is happening in Kerala has come to the surface. PM Modi and Amit Shah are working for the unity of the country, but on the other hand, we are seeing love jihad. Everyone should oppose it. I appeal to everyone… pic.twitter.com/uYo9Ps9eoA
— ANI (@ANI) May 13, 2023
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই কটাক্ষ করেছেন অনেক নেটিজেন। শনিবারই কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে কংগ্রেস। সেই কথা মনে করিয়ে দিয়ে বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ পছন্দ করছেন না বলেও উল্লেখ করেছেন। কেউ কেউ আবার কর্নাটকের মানুষ বিজেপিকে যেভাবে রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন তা নিয়ে সিনেমা বানানোর পরামর্শ দিয়ে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরকে। আরও পড়ুন: Methamphetamine: বড় সাফল্য নৌসেনা ও NCB-র, ভারতীয় জলসীমা দিয়ে পাচারের সময় বাজেয়াপ্ত ১২ হাজার কোটি টাকার মাদক; ভিডিয়ো