মুম্বই, ১০ অক্টোবরঃ সাইবার প্রতারণার শিকার বলি অভিনেতা আফতাব শিবদাসানি (Aftab Shivdasani)। খোয়ালেন লক্ষাধিক টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি (KYC) আপডেট করানোর ফাঁদ পেতে অভিনেতার থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা, মঙ্গলবার পুলিশ সূত্রে এমন তথ্যই উঠে এসেছে।
টেকনোলজি যে হারে ডালপালা মেলে মাথা তুলে দাঁড়িয়েছে তাতে প্রতারকদের প্রতারণার ছক অনেক সহজ হয়ে গিয়েছে। অনায়াসেই ফাঁদ পেতে প্রতি নিয়ত লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকউন্ট থেকে গায়েব করে দিচ্ছে তারা। তেমনই ঘটল অভিনেতা আফতাব শিবদাসানির (Aftab Shivdasani) সঙ্গে। বান্দ্রা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রতারণার ঘটনাটি ঘটেছে রবিবার। ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট (KYC Update) করার জন্যে অভিনেতার কাছে একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে। যাতে একটি লিঙ্ক উল্লেখ করে লেখা ছিল, কেওয়াইসি আপডেট না করলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সাত পাঁচ না ভেবে মেসেজের নির্দেশ মত নির্দিষ্ট লিঙ্কটিতে ক্লিক করেন অভিনেতা। কিছু তথ্য সেখানে দিতে বলা হয়। সেই মত সমস্ত তথ্য দিতে থাকেন তিনি। কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ আসে 'মস্তি' অভিনেতার ফোনে। যা দেখে মাথায় হাত। লেখা, আফতাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১,৪৯,৯৯৯ টাকা তুলে দেওয়া হয়েছে।
রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় পরের দিন সোমবার ব্যাঙ্কে ফোটেন তিনি। ব্রাঞ্চ ম্যানেজারকে সবটা খুলে বলেন। অভিনেতাকে থানায় একটি ডায়েরি করার পরামর্শ দেন ব্রাঞ্চ ম্যানেজার। সেই মত বান্দ্রা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন আফতাব শিবদাসানি। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৪২০ (প্রতারণা) এবং তথ্য প্রযুক্তি (Information Technology Act) আইনের ধারা সহ একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করছে বান্দ্রা পুলিশ।