Aditya Narayan: ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেললেন আদিত্য নারায়ণ, কী হল উদিত-পুত্রের
Aditya Narayan (Photo Credit: Facebook)

ইনস্টাগ্রাম (Instagram)হ্যান্ডেল থেকে সমস্ত পোস্ট মুছে ফেললেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। ছবি থেকে শুরু করে যে কোনও ধরনের পোস্ট, সবকিছুই মুছে ফেলেন উদিত-পুত্র। যা নিয়ে শোরগোল শুরু হতেই পালটা পোস্ট করেন আদিত্য। তিনি জানান, এই মুহূর্তে ডিজিটাল ব্রেক নিচ্ছেন তিনি। অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে সাময়িক বিরতি। স্ত্রী, কন্যা, বাবা, মায়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতেই তিনি এই ডিজিটাল বিরতি নিচ্ছেন বলে জানান আদিত্য নারায়ণ। তবে আবার তিনি ফিরবেন। ইনস্টাগ্রাম তাঁর প্রতিচ্ছবি। তাই সেখানে আপডেট করতে পারবেন না জেনেই, এই মুহূর্তে সব ডিলিট করছেন বলে জানান আদিত্য নারায়ণ।

 

 

View this post on Instagram