অভিনেতা সোনু সুদ (Photo Credits: Instagram)

নতুন দিল্লি, ১৪ নভেম্বর: আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Elections 2022) লড়বেন অভিনেতা সোনু সুদের (Actor Sonu Sood) বোন মালবিকা সুদ (Malvika Sood)। আজ সোনু নিজেই এই ঘোষণা করেছেন। তবে কোন দলের হয়ে মালবিকা লড়তে চলেছেন মালবিকা, সেই ব্যাপারে কিছু জানাননি সোনু। আজ রাজধানী চণ্ডীগড় থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে মোগায় একটি সংবাদ বৈঠক করেন সোনু। সেখানেই তিনি এই ঘোষণা করেন। সোনু সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে দেখা করেন। তাই মনে করা হচ্ছে কংগ্রেসের টিকিটেই লড়বেন তাঁর বোন।

অতীতে এই অভিনেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করেছিলেন। দিল্লির স্কুল ছাত্রদের জন্য "দেশ কা মেন্টরস" প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সোনু। আরও পড়ুন: Swara Bhasker: 'তোমার চেয়ে আমার পরিচারিকা অনেক সুন্দর', সমালোচকদের যোগ্য জবাবে চুপ করালেন স্বরা

কোভিড সংকটের সময় একেবার 'মসিহা' রূপে আবির্ভূত হন সোনু। বহু পরিযায়ী শ্রমিককে নিজের টাকায় গাড়ি ভাড়া করে বাড়ি ফেরান। যদিও সোনু জানিয়ে দিয়েছেন যে, তাঁর কাজের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।