Imran Khan, Lekha Washington (Photo Credit: Instagram)

অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর অতিক্রান্ত। অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের পর এবার অভিনেতা ইমরান খান (Imran Khan) কি নয়া সম্পর্কে জড়ালেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরা খান (Ira Khan)-নূপুর শিখরের (Nupur Shikhare) বিয়েতে লেখা ওয়াশিংটনের সঙ্গে যখন ইমরান পোজ দেন, সেই ছবি ঘিরে জল্পনা শুরু হয়। লেখা নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমির খানের (Aamir Khan) ভাগ্নে ইমরান খানের সঙ্গে একাধিকবার লেখা ওয়াশিংটনকে (Lekha Washington ) দেখা যায়। মুম্বইয়ের রাস্তায় কখনও হাতে হাত রেখে ঘুরতে দেখা যায় দুজনকে, আবার কখনও হাসি মুখে হেঁটে যেতে দেখা যায় তাঁদের। সবকিছু মিলিয়ে ইমরান খান এবং লেখা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে ফের জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Ira Khan-Nupur Shikhare Wedding: বিয়ের পর মেয়ে, জামাই, ইরা-নূপুরকে নিয়ে ক্যামেরার সামনে আমির খান

দেখুন ছবি...

২০০৪ সালে 'যুবা' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন লেখা ওয়াশিংটন। এরপর ইমরান খানের ছবি 'মাত্রু কী বিজলি কা মান্ডোলাতেও' খুব ছোট চরিত্রে অভিনয় করেন লেখা। ২০১৩ সালের ওই ছবির পর বলিউডে দেখা না গেলেও, দক্ষিণী সিনেমায় লেখার আনাগোনা অব্যাহত।