Actor Dilip Kumar Hospitalized: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা দিলীপ কুমার
দিলীপ কুমার (Picture Credits: ANI)

শ্বাসকষ্টের সমস্যা থাকায় হাসপাতালে ভর্তি করতে হয় প্রবীণ অভিনেতা দিলীপ কুমারকে (Dilip Kumar)। বেশকিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান তাঁর স্ত্রী সায়রা বানু (Saira Banu)। মুম্বই খারের পিডি হিন্দুজা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। পিডি হিন্দুজা হাসপাতাল নন-কোভিড হাসপাতাল। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করতে দিয়েছে।

আজ দিলীপ কুমারের টুইটার হ্যান্ডেল থেকে এই খবর অফিসিয়ালি জানানো হয়। স্ত্রী সায়রা বানু বলেছেন,"দিলীপ কুমারের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তাই আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক নিতিন গোখেলের পর্যবেক্ষণে দিলীপ কুমারের মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনারা সকলে সেই প্রার্থনাই করুন।" আরও পড়ুন, বিশ্ব পরিবেশ দিবসে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে ছবি শুভশ্রীর, প্রশংসায় নেটিজেনরা

মাসখানেক আগে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে দেশজুড়ে যে অশান্তির পরিবেশ দেখা দিয়েছিল, তাতে বিচলিত হয়ে পড়েছিলেন অভিনেতা। নিজের টুইটার হ্যান্ডেল থেকে সকলের জন্য প্রার্থনা করে টুইট করেছিলেন।