পুণে, ১০ ফেব্রুয়ারি: হাসপাতালে ভর্তি অভিনেতা আমোল পালেকর (Amol Palekar )। পুণের (Pune) দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। দীর্ঘদিন ধরে অসুস্থ অমোল পালেকর। সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই মুহূর্তে আমোল পালেকরের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানান অভিনেতার স্ত্রী সন্ধ্যা গোখলে।
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সন্ধ্যা গোখলে জানান, আমোল পালেকর এখন অনেকটাই ভাল আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ক্রমশ। আগের তুলনায় অনেক ভাল আছেন অভিনেতা। এভাবেই অনুরাগীদের আশ্বস্ত করেন অভিনেতার স্ত্রী সন্ধ্যা গোখলে।
আমোল পালেকরের স্ত্রী আরও জানান, অত্যধিক ধূমপানের জেরে গত ১০ বছর আগে একবার আমোল পালেকরকে হাসপাতালে ভর্তি করা হয়। এবারও প্রায় সেই একই কারণে তাঁকে পুণের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান অভিনেতার স্ত্রী।