আমির খান , ছবি ট্যুইটার

মুম্বই, ১৪ জুলাই: লাদাখে লাল সিং চাড্ডার শ্যুটিং করতে গিয়ে জঞ্জাল ছড়িয়ে রাখা হয়েছে। প্লাস্টিকের বোতল, কাপ, থালা সব ফেলে নোংরা করা হয়েছে লাদাখে আমিরদের (Aamir Khan ) শ্যুটিং স্পট। সম্প্রতি এমনই দাবি করা হয় নেটিজেনদের একাংশের তরফে। এমনকী, লাদাখের যেখানে লাল সিং চাড্ডার ( Laal Singh Chaddha) শ্যুটিং করেন আমিররা, সেখানকার ছবি নিয়েও একাধিক দাবি করা হয়। যা নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন বলিউডের (Bollywood) 'মিস্টার পারফেকশনিস্ট'।

তিনি বলেন, লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের সময় তাঁদের প্রযোজনা সংস্থার তরফে গোটা এলাকা পরিষ্কার করে দেওয়া হয়। এলাকা অপরিষ্কার বলে যে খবর ছড়ায়, তা গুজব ছাড়া অন্য কিছু নয় বলে দাবি করেন আমির খান।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি লাল সিং চাড্ডার শ্যুটিং করতে লাদাখে যান আমির খান। সেখানে থেকেই আমির, কিরণ নিজেদের বিচ্ছেদের খবর প্রকাশ করেন।