প্রয়াত বলিউডের খ্যাতনামা গীতিকার দেব কোহলি (Dev Kohli Passes Away)। ৮০ বছর বয়সে জীবনাবসান। শিল্পীর মৃত্যু হলেও তাঁর সৃষ্টি শিল্প অমর। পঞ্চাশ-ষাট দশকের সঙ্গীত পরিচালক জুটি শঙ্কর-জয়কিশান থেকে বিশাল এবং শেখর পর্যন্ত, প্রবীণ কোহলি কয়েক প্রজন্মের সুরকারদের সঙ্গে কাজ করেছেন। দেব কোহলির প্রয়াণে গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। আজ শনিবার ২৬ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান গীতিকার।
দেব কোহলির মুম্বইয়ের বাসভবনে দুপুর ২টোয় তাঁর অন্তিম দর্শনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। দেব কোহলিকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর ঘনিষ্ঠ বন্ধু আনন্দ রাজ আনন্দ, আনু মালিক, উত্তম সিং সহ বলিউডের অনান্য শিল্পীরা উপস্থিত থাকবেন শেষযাত্রায়।
বলিউডে ১০০র বেশি গান উপহার দিয়েছেন তিনি। বাজিগর, ম্যায়নে পেয়ার কিয়া, জুড়বা ২, মুসাফির, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা প্রমুখ ছবির গান লিখেছে কোহলি। 'ইয়ে কালি কালি আঁখে, সাকি সাকি কালজয়ী গানগুলো তাঁরই লেখা।