মুম্বই, ২৭ অগাস্ট: বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এবার ফের একসঙ্গে দেখা গেল গোবিন্দা এবং সুনীতা আহুজাকে। গোবিন্দা এবং সুনীতা আহুজা আবার একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হন গণেশ চতুর্থী উপলক্ষ্যে। যেখানে গোবিন্দাকে শুধুমাত্র 'গণপতি বাপ্পা মোরিয়া' বলতে শোনা যায়। অন্যদিকে সুনীতা আহুজা আবার বরাবরের মত বিস্ফোেরণ ঘটান।
গোবিন্দা-পত্নী বলেন, তাঁকে এবং গোবিন্দাকে একসঙ্গে দেখে সংবাদমাধ্যমের মুখে থাপ্পড় পড়েছে। তাই তাঁরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের বিষয়ে কিছু বলছেন, ততক্ষণ বিচ্ছেদ নিয়ে কেউ কিছু বলবেন না দয়া করে।
এসবের পাশাপাশি সুনীতা আহুজা আরও বলেন, 'গোবিন্দা শুধু আমার। আমাদের কেউ আলাদা করতে পারেব না। উপর থেকে ভগবান এলেও যেমন আমাদের আলাদা করতে পারবেন না, তেমনি শয়তানও তাঁদের পৃথক করতে পারবে না। গোবিন্দা শুধুই আমার।'
শুনুন কী বললেন সুনীতা আহুজা...
#WATCH | Mumbai | Denying rumours of filing for divorce from husband actor Govinda, Sunita Ahuja says, "If something had happened, then we would have been so close today. There would have been a distance between us. No one can separate us, not even if God comes from above... My… pic.twitter.com/Aj5NmlbGNV
— ANI (@ANI) August 27, 2025
গণপতি বাপ্পা মোরিয়া, বলতে শোনা যায় গোবিন্দাকে...
#WATCH | Mumbai | "Ganpati Bappa Morya" says actor Govinda on the occassion of Ganesh Chaturthi. pic.twitter.com/O8KeltyzZv
— ANI (@ANI) August 27, 2025
সম্প্রতি গোবিন্দার সঙ্গে সুনীতা আহুজার বিচ্ছেদ হচ্ছে বলে খবর ছড়ায়। এমনকী ব্যান্দ্রার পারিবারিক আদালতে সুনীতা আহুজা বিচ্ছেদের আবেদন করেছেন বলেও শোনা যায়। দীর্ঘ বছরের সংসার ভেঙে সুনীতা এবং গোবিন্দা পৃথক হচ্ছেন বলে নানা মহলের তরফে খবর ছড়ায়। যা নিয়ে জোর তোলপাড় শুরু হয়।
তবে সুনীতা আহুজা বা গোবিন্দাকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। আর এবার গণেশ চতুর্থীতে একসঙ্গে পুজো দিয়ে ক্যামেরার সামনে আসেন গোবিন্দা এবং সুনীতা আহুজা।