মুম্বই, ২২ অগাস্ট: মাঝে মধ্যেই পেজ থ্রির শিরোনামে চলে আসেন সুনীতা আহুজা। গোলিন্দার সঙ্গে তাঁর ব্য়ক্তিগত সম্পর্ক হোক কিংবা ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে বাকবিতণ্ডা। প্রায়শয়ই সুনীতা আহুজাকে নিয়ে খবর সামনে আসে। আর এবার যেন আরও একবার বিস্ফোরণ ঘটালেন সুনীতা আহুজা (Sunita Ahuja)। তবে এবার গোবিন্দাকে নিয়ে (Divorce News From Bollywood)।
রিপোর্টে প্রকাশ, গোবিন্দার সঙ্গে বিচ্ছেদ চাইছেন সুনীতা আহুজা। মুম্বইয়ের ব্যান্দ্রার পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন গোবিন্দার-স্ত্রী। গোবিন্দার (Govinda) বিরুদ্ধে ব্যাভিচার, নিষ্ঠুরতার অভিযোগ এনেছেন সুনীতা আহুজা। সেই সঙ্গে গোবিন্দার বিরুদ্ধে তাঁকে পরিত্যাগের অভিযোগও করেন এই তারকার স্ত্রী। পাশাপাশি গোবিন্দা তাঁকে ঠকাচ্ছেন, এমন অভিযোগও করেন সুনীতা আহুজা।
জানা যাচ্ছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর গোবিন্দার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেন তাঁর স্ত্রী। হিন্দু বিবাহ আইন ১৯৫৫ অনুসারে বলিউডের এক সময়ের সুপারস্টারের সঙ্গে বিচ্ছেদ চান বলে আদালতে আবেদন করেন তিনি। তারপর থেকে আদালতের শুনানিতে সময় মত হাজির হতে শুরু করেন সুনীতা আহুজা। তবে আদালতের দেওয়া একাধিকা তারিখ মিস কেরন গোবিন্দা। সেই থেকে দুজনের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও সুনীতার ইন্টাগ্রাম হ্যান্ডেলে তাঁদের দুজনের বহু ছবি এখনও জ্বল জ্বল করছে...
View this post on Instagram
বিভিন্ন সময় সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েও সুনীতাকে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যায়। তবে সম্প্রতি গোবিন্দাকে নিয়ে কোনও প্রশ্ন করা হলে, তিনি জবাব দেবেন না বলে অনেবার জানান। সেই অনুযায়ী, তাঁদের নিয়ে গুঞ্জন কখনও বাড়তে শুরু করে আবার কখনও কমে যায়। সবকিছু মিলিয়ে সুনীতা আহুজা এবং গোবিন্দার সম্পর্ক আদতে কোন খাতে বইছে, তা নিয়ে বহুদিন ধরেই অনেকের মনে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করে।
আর এবার গোবিন্দার সঙ্গে তিনি বিচ্ছেদ চাইছেন বলে কার্যত স্পষ্ট করে দেন সুনীতা আহুজা।