Photo Credit_Instagram

গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের মহোৎসব। সেই উপলক্ষ্যে কৌন বনেগা ক্রোড়পতির  সিজন ১৪ তেও এল নতুন ঘোষণা  নতুন মোড়। ভারতের স্বাধীনতার ৭৫তম বছরে ৭৫ লক্ষ টাকা নতুন পুরস্কার ঘোষণা করা হল কেবিসির মঞ্চ থেকে। শোয়ের নতুন প্রোমোতে দেখা গেল তাঁর ঝলক।

আগে খেলার শেষ পর্যায়ে  ৭.৫ কোটি টাকার জ্যাকপট প্রশ্নের উত্তর দিতে না পারলে ৩ লক্ষ ২০  হাজার টাকায় থেমে যেত প্রতিযোগীর জার্নি। কিন্তু এখানেই ‘টুইস্ট’। প্রোমোতে অমিতাভ বচ্চন নিজেই জানান সেকথা। ৭.৫ কোটির উত্তর দিতে না পারলেও এ বার থেকে প্রতিযোগীরা জিতবেন ৭৫ লক্ষ টাকা।

কৌন বনেগা ক্রোড়পতি আর বিগ বি’ অমিতাভ বচ্চন যেন সমার্থক।  একটি সিজন ছাড়া বাকি প্রতিটা সিজনেই দর্শকরা দেখেছেন তাঁকে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন তিনি।তাই  কেবিসির এই নতুন সিজন কবে থেকে শুরু হবে, তা নিয়ে অপেক্ষায় আপামর ভারতবাসী।